'ফজর' উৎসবে ডকুমেন্টারি বিভাগে মনোনীতদের নাম প্রকাশ

'ফজর' উৎসবে ডকুমেন্টারি বিভাগে মনোনীতদের নাম প্রকাশ

অনলাইন ডেস্ক

ইরানের তেহরানে চলছে ৪২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 'ফজর'। ১ ফেব্রুয়ারি শুরু থেকে শুরু হওয়া এই উৎসব  চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের উৎসবে ডকুমেন্টারি বিভাগের জন্য মনোনীতদের নাম প্রকাশ করা হয়েছে।

ডকুমেন্টারি, এক্সপেরিমেন্টাল এবং অ্যানিমেটেড সিনেমা উন্নয়ন কেন্দ্রের জনসংযোগ দপ্তর অনুযায়ী, ৪২তম আন্তর্জাতিক 'ফজর' চলচ্চিত্র উৎসবের বিচারকমণ্ডলীতে রয়েছেন সাঈদ রাশতিয়ান, সিয়াভাশ সারমাদি, মোহাম্মদ সাকিবানিয়া, মেহনাজ মাজাহেরি, মেহেদি নাকাভিয়ান।

ডকুমেন্টারি বিভাগে যেসকল চলচ্চিত্র প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছে তালিকা দেখে নিন-

১। রামতিন বেলফ এর পরিচালিত ও প্রযোজিত "দ্য লাস্ট হোয়েল শার্ক"।

২। মোস্তফা রাজাগ করিমি পরিচালিত "আহমদ"।

এটি প্রযোজনা করেছেন গোলামালী আসগরিয়ান।
  
৩। মেহেদী ইমানি শাহমিরি পরিচালিত ও প্রযোজিত ''রিপ্রোডাকশন ইন ক্যাপটিভিটি''।

৪। ''খালাজ ফ্যামিলি''। এটি পরিচালনা ও প্রযোজনা করেছেন মরিয়ম ইলহামিয়ান ও মোস্তফা হাজিঘাসেমি।

৫। আমিরেজা জাভাদি পরিচালিত এবং ফাতেমেহ ভাকিল প্রযোজিত "বিউটিফুল, ডেলিশিয়াস, ভালগার"।  

৬। হাদি শরিয়তি পরিচালিত ''স্টার অফ দ্য ক্লাসিক''।

৭। আলী ফারাহানি সদর পরিচালিত এবং সাইদ এলাহী প্রযোজিত "স্ট্রংহার্ট"।

আরও পড়ুন:  ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি আহমেদ মুজতবা জামাল

উল্লেখ্য, ইরানের ঐতিহ্যবাহী 'ফজর' আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১৯৮২ সাল থেকে নিয়মিত আয়োজন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি এই উৎসবে অংশ নেন। এবার এশিয়ান কম্পিটিশন বিভাগে জুরি হয়ে থাকছেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল। তিনি ওই উৎসবের ভেতর অনুষ্ঠিতব্য ২৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম মার্কেটেও জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন।

news24bd.tv/TR