বিকেলে মিরপু‌র বু‌দ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন অধ্যাপক জিয়া রহমান

অধ্যাপক জিয়া রহমান

বিকেলে মিরপু‌র বু‌দ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন অধ্যাপক জিয়া রহমান

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অপরাধ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান অধ্যাপক জিয়া রহমান মারা গেছেন। আজ বাদ আসর মিরপু‌রে নিজ বাসায় দ্বিতীয় জানাজা শেষ বু‌দ্ধিজীবী কবরস্থানে বাবার কব‌রে তা‌কে সমাহিত করা হবে।  

এর আগে শনিবার (২৩ মার্চ) ভোর চারটার দিকে হৃদরোগে আক্রান্ত হন জিয়া রহমান। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প‌রে তার মর‌দেহ নি‌য়ে আসা হয় ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে নিজ বাস ভ‌ব‌নে।  

খবর পে‌য়ে সেখা‌নে উপ‌স্থিত হন সহকর্মী, শিক্ষার্থী ও সব পেশার মানুষ। সেখান থে‌কে মর‌দেহ নেওয়া হয় তার কর্মস্থল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের সামা‌জিক বিজ্ঞান অনুষ‌দে। প‌রে বাদ জোহর বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের কেন্দ্রীয় মস‌জি‌দে অনু‌ষ্ঠিত হয় প্রথম জানাজা।

জানাজায় অংশ নেন বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ।  

অধ্যাপক জিয়া রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়া ২০২২ সালের ১৩ জানুয়ারি থেকে তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের নীল দলের সিনিয়র সদস্য ছিলেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ছিলেন।  

জিয়া রহমানের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়।  

১৯৮২ সালে ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল থেকে মাধ্যমিক ও ১৯৮৫ সালে সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে ভর্তি হন। সেখানে ১৯৯০ সালে স্নাতক ও ১৯৯২ স্নাতকোত্তরের পর ২০০৩ সালে কানাডার ইউনিভার্সিটি অব ক্যালগ্যারি থেকে দ্বিতীয় মাস্টার্স ও ২০১১ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।  

শিক্ষকতা জীবনের শুরুতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক ও সহকারী অধ্যাপক ছিলেন জিয়া রহমান। পরে ১৯৯৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষকতায় যোগ দেন।  

অধ্যাপক জিয়া রহমান ইন্টারন্যাশনাল সোসাইটি অব ক্রিমিনোলজির বোর্ড ডিরেক্টর ছিলেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সোশ্যাল সায়েন্সের ডিরেক্টর ছিলেন।  

২০১৩ সালে অপরাধ বিজ্ঞান বিভাগ চালু হলে তিনি বিভাগটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর