জাতীয় লজিস্টিক নীতি ২০২৪ এর খসড়া মন্ত্রীসভায় অনুমোদন

জাতীয় লজিস্টিক নীতি ২০২৪ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

জাতীয় লজিস্টিক নীতি ২০২৪ এর খসড়া মন্ত্রীসভায় অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় লজিস্টিক নীতি ২০২৪ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে রপ্তানি পণ্য ক্রেতার কাছে বাঁধাহীনভাবে পৌঁছানোর পথ সহজ হলো।

বৈঠকে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে লজিস্টিকের অবকাঠামোর ক্ষেত্রে সড়কপথের পাশাপাশি এখন  থেকে নৌপথও ব্যবহার করা হবে। লজিস্টিক ব্যবস্থা যাতে পরিবেশ বান্ধব হয় এবং সেফটি, সিকিউরিটি, কমপ্লায়েন্স যাতে আন্তর্জাতিক মানের হয় সেটা নিশ্চিত করতে হবে।

মন্ত্রীসভা বৈঠকে ২১টি খাতকে চিহ্নিত করে কাজের অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। লজিস্টিক খাতে যাতে ব্যয় কমানো যায় এজন্যই এই নীতিমালা করা হয়েছে। নীতিমালা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৬ সদস্যের একটি কাউন্সিল গঠন করা হয়েছে।

মন্ত্রিসভার সদস্যরা জানান, রপ্তানি-আমদানির ক্ষেত্রে পণ্য আনা নেয়ার বিষয়টি যাতে সহজ হয় সেজন্যই এই নীতিমালা করা হয়েছে।

পরিবহন ব্যয় কমে যাবে এর ফলে। তাই সার্বিক অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব পড়বে।

news24bd.tv/ab