১০ অক্টোবর থেকে জাতীয় ক্রিকেট লিগ শুরু

আরিফুল ইসলাম

১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দেশের চার ভেন্যুতে। লিগ শুরুর আগে খেলোয়াড়দের ফিটনেসের ওপর গুরুত্ব দিচ্ছে বিসিবি।

তবে বিপ টেস্টে ১১ পয়েন্ট না পেলেও নির্বাচকদের বিবেচনায় থাকবে ক্রিকেটাররা বলে জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

 

জানা যায়, দিন দুয়েক পিছিয়ে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ। ফতুল্লা, খুলনা, রাজশাহী ও মিরপুর শেরেবাংলায় ম্যাচগুলো গড়াচ্ছে ১০ অক্টোবর থেকে।

তবে অন্যান্যবারের চেয়ে আরও প্রতিযোগিতা মূলক ক্রিকেটের আশা বিসিবির। উইকেট নিয়ে ভাবছে আলাদা করে।

ঘরোয়া ক্রিকেটের নিয়মিত তারকাদের সঙ্গে আসরের চাকচিক্য বাড়াবে জাতীয় দলের খেলোয়াড়রা এমন প্রত্যাশা বোর্ড কর্তাদের।

এদিকে জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়দের জন্য অপেক্ষা করছে, বিপ টেস্টে নামক ফিটনেস পরীক্ষার বাঁধা। পাসমার্ক কমপক্ষে ১১। যা কিনা অনেক ক্রিকেটারের কাছেই চ্যালেঞ্জিং ব্যাপার। তবে যারা ১১’র নিচে পাবেন, অভিজ্ঞতার বিচারে বিবেচনা করা হবে তাদের নিয়েও।

আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের বিপ টেস্ট।

 

(নিউজ টোয়েন্টিফোর/আরিফুল/কামরুল)