দণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে যাচ্ছে
নুসরাত হত্যা

দণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে যাচ্ছে

ফেনী প্রতিনিধি

নুসরাত হত্যা মামলার আদালতের ২১১ পৃষ্ঠার রায় এবং দুই হাজার ৩২৭ পাতার ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ডাদেশ) কপি লাল কাপড়ে মুড়িয়ে ফেনীর আদালত থেকে উচ্চ আদালতে পাঠানো হয়েছে।

দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালত থেকে স্টেনোগ্রাফার সামছুদ্দিন বার্তাবাহক হিসেবে পুলিশের বিশেষ নিরাপত্তায় নথি নিয়ে হাইকোর্টের আপিল বিভাগের উদ্দেশ্যে রওয়ানা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামনুর রশিদের সংশ্লিষ্ট আইনের ৪(১)/৩০ ধারায় দেওয়া মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য নথি ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে পাঠানো হয়।

গত  ২৪ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার মামলায় ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন।

আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়। এই টাকা আদায় করে নুসরাতের পরিবারকে দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)