ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত ১৫

অনলাইন ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ এলাকায় আজ মঙ্গলবার ভোর রাত সাড়ে তিনটায় দুইটি ট্রেনের সংঘর্ষে ১৫ জন নিহতের খবর পাওয়া গেছে। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। হতাহত আরও বাড়তে পারে বলে জানা গেছে।

ইউএনও মাসুদ উল আলম টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এ পর্যন্ত ১৫ জন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে। নয়জনের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে, বাকি ছয়জন বিভিন্ন হাসপাতালে মারা যায়। আহত এ পর্যন্ত ৭৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোর রাত সাড়ে তিনটায় ঢাকা থেকে চট্টগ্রামগামী তুর্ণানিশীথা আন্তঃনগর ট্রেনের সাথে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের সাথে সংঘর্ষের এ ঘটনা ঘটে। দুমড়ে-মুচড়ে যাওয়া বগির নিচে আরও মরদেহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হতাহতদের উদ্ধার কাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।