বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকের নামে মিথ্যা মামলায় নিন্দা

বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকের নামে মিথ্যা মামলায় নিন্দা

কিশোরগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন এর নামে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।  

আজ বুধবার কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বাংলাদেশ প্রতিদিনে গত ২ নভেম্বর “ওরা সবাই এখন আওয়ামী লীগ” শিরোনামে প্রকাশিত সংবাদটি অত্যন্ত সময়োপযোগী ও বস্তুনিষ্ঠ বলে উল্লেখ করেন।

মামলার বাদী সুলতান রায়হান উদ্দিন ভূঞা নিজেকে সাবেক ছাত্রলীগ কর্মী বলে দাবি করায় সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, গুরুদয়াল সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন তীব্র প্রতিবাদ জানিয়ে তাকে ইসলামি ছাত্র শিবিরের সাবেক কর্মী হিসেবে উল্লেখ করেন।  

সভায় উপস্থিত অনেকেই বলেন, মামলার বাদী রিপন শুধু ছাত্র শিবিরের সাবেক কর্মীই নন, মুক্তিযুদ্ধের সময় তার পরিবারের বিতর্কিত ভূমিকার বিষয়ও তারা তুলে ধরেন।

কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক শতাব্দীর কণ্ঠের সম্পাদক আহমেদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি প্রবীণ শিক্ষাবিদ আবু খালেদ পাঠান, আবুল এহসান অপু, সাইফউদ্দীন আহমেদ লেনিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আনিসুজ্জামান খোকন, সহ সাধারণ সম্পাদক আবু তাহের, আনোয়ারুল ইসলাম, নাজিম উদ্দিন, নজরুল ইসলাম খায়রুল, অ্যাডভোকেট মাহবুবুল আলম নজরুল, ফাইজুল হক গোলাপ, আল আজহার, উজ্জ্বল কুমার সরকার, তানভীর হায়দার, এনামুল হক সেলিম, এম. এ আজিজ, শরফ উদ্দিন হোসাইন জীবন, কাঞ্চন শিকদার, হুমায়ুন কবীর, রাসেল মিয়া, আনোয়ার হোসাইন রনি প্রমুখ।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল