পকেটে করে আদালতে আনে আইএসের টুপি
হলি আর্টিজেন মামলা

পকেটে করে আদালতে আনে আইএসের টুপি

অনলাইন ডেস্ক

হলি আর্টিজান হামলা মামলার রায়ের পর বুধবার আদালত থেকে বের হয়ে এলে কয়েকজন আসামির মাথায় কথিত আইএসের প্রতীক সংবলিত টুপি দেখা যায়। এত কড়া নিরাপত্তার মধ্যেও জঙ্গিদের কাছে এই টুপি কীভাবে এলো তা নিয়ে প্রশ্ন উঠেছে সব মহলেই। তবে টুপি পৌঁছানোর মাধ্যম প্রসঙ্গে প্রাথমিকভাবে কেউ নিশ্চিত কিছু জানাতে পারেনি।

রায়ের প্রতিক্রিয়ায় সরকারের বিভিন্ন মহল থেকে টুপি বিষয়টি তদন্তের আশ্বাসের ফলাফলস্বরূপ বিকেলেই কারা কর্তৃপক্ষ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়।

এ ব্যাপারে ঘটনার পরদিন বৃহস্পতিবার ডিএমপির তদন্ত কমিটি জানায়,  প্রাথমিকভাবে জানা গেছে কারাগার থেকে আসামিরা পকেটে করে এ টুপি আদালতে এনেছিল।  

কমিটির প্রধান ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানান, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রিগ্যান কারাগার থেকে পকেটে করে টুপি নিয়ে আদালতে এসেছিল বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে। এর সঙ্গে আরও কারা জড়িত এ বিষয়টি তদন্তের পরে স্পষ্ট ধারণা পাওয়া যাবে এ ব্যাপারে।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ