পিরোজপুরে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

পিরোজপুরে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

অনলাইন ডেস্ক

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মুক্তিযোদ্ধাসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।  

আজ রোববার ভোরে পিরোজপুর-মঠবাড়িয়া-পাঠরঘাটা সড়কে ঢাকা থেকে পাথরঘাটাগামী একটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ওসি আবু জাফর মো.মাকসুদুল হক।

 

নিহতরা হলেন- মঠবাড়িয়া উপজেলার দেবীপুর গ্রামের মুক্তিযোদ্ধা আফজাল আহম্মেদ (৬৫) ও একই গ্রামের অটোরিকশা চালক বেলাল হোসেন (৩৫)। নিহত অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন নিহত আবু জাফরের ছেলে গোলাম হোসেন বাচ্চু (৩৬) ও সাইফুল (৩৪)। তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি আবু জাফর মো. মাকসুদুল হক জানান, ভোরে ঢাকা থেকে পাথরঘাটাগামী বাসটি মঠবাড়িয়া থেকে চরখালিগামী একটি অটোরিক্সাকে ঝাউতলা নামক স্থানে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মুক্তিযোদ্ধা আফজাল আহম্মেদ মারা যায় এবং স্থানীয়রা অন্য আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে বেলাল ও অজ্ঞাত একজনের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত আরও দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

ওসি আবু জাফর মো. মাকসুদুল হক জানান, এ ঘটনায় বাসটি আটক করতে পারলেও গাড়ির চালককে আটক করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।  

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল 

সম্পর্কিত খবর