জেমস মাতালেন শের-ই-বাংলা স্টেডিয়াম

অনলাইন ডেস্ক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আসরের মধ্য দিয়ে তিন মৌসুম পর ফের বিপিএলে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

এই অনুষ্ঠানে উচ্ছ্বাস ছড়ালেন নগরবাউল খ্যাত জেমস। মাঠে হাজারো দর্শক মাতালেন জেমস। আনন্দ-উদ্দীপনা সঙ্গে কণ্ঠের মাধুর্যতা আর সুরের উত্তাপ ছাড়ান কণ্ঠের এই জাদুকর।

রোববার বিকেল ৫টায় শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হয় এই অনুষ্ঠান। দেশি শিল্পীদের পারফরম্যান্স শেষে শুরু হয় বিদেশিদের পারফরম।

এবারের আসরকে স্মরণীয় করে রাখতে বর্ণিল উৎসবের মধ্য দিয়ে উদ্বোধন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেই উৎসবের জন্য পুরোপুরি বর্ণিল সাজে সেজেছে ‘হোম অব ক্রিকেট’ তথা শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

এর আগে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার উদ্বোধন ঘোষণার পরই মিরপুর শের ই বাংলার আকাশে শুরু হয় বর্ণিল আতশবাজি। দর্শকদের হর্ষধ্বনিতে প্রকম্পিত হয় পুরো মাঠ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)