মা হিন্দু বাবা খ্রিস্টান, আমি কী?

মা হিন্দু বাবা খ্রিস্টান, আমি কী?

অনলাইন ডেস্ক

ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। আটক করা হয়েছে শতাধিক বিক্ষোভকারীকে। দিল্লির বেশ কিছু এলাকায় ১৪৪ ধারা জারি ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এর মাঝেই মুখ খুলেছেন বলিউডের তারকারা।

 

বলিউডের একাধিক তারকা থেকে বুদ্ধিজীবীরা সকলেই পথে নেমেছেন সিএএ-এর প্রতিবাদে।  

আসামে পাপন ও জুবিন গর্গ থেকে শুরু করে মুম্বাইতে ফারহান আখতার ও পরিচালক মহেশ ভাট সকলেই রাস্তায় নেমেছেন। অনেক তারকা রাস্তায় না নামলেও সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করেছেন।

ভারতীয় মডেল, অভিনেত্রী, প্রযোজক দিয়া মির্জা টুইটের মাধ্যমে অভিনব প্রতিবাদ করেছেন।

তিনি জানিয়েছেন, ‘আমার মা হিন্দু, জন্মদাতা বাবা খ্রিস্টান, যিনি দত্তক নিয়েছিলেন তিনি মুসলিম। সরকারিভাবে আমার নামে যে কাগজপত্র আছে আমার ধর্মের জায়গাটা ফাঁকা রয়েছে। আমি কি ভারতীয়? আপনারাই বলুন একজন ভারতীয় হতে কী ধর্ম লাগে? কোনও দিনও ধর্ম দিয়ে কিছু বোঝা যায় না। ’ 

তার এই টুইটের জন্য আপাতত তিনি সোশ্যাল মিডিয়াতে ট্রলড হচ্ছেন।

এদিকে ভারতে সংসদের উভয় কক্ষে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পর ভারতের রাষ্ট্রপতি এই বিলকে সই করে আইনে পরিণত করেছেন।

তারপর থেকে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মুম্বাই, কেরালা, দিল্লি ও বেঙ্গালুরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

রাস্তায় নেমে মানুষ প্রতিবাদ জানিয়েছেন সিএএ-এর বিরুদ্ধে।  

এদিকে, গত রোববার দিল্লির জামিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে ছাত্র-ছাত্রীদের। যার জন্য গোটা ভারত তথা বিশ্বজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা প্রতিবাদ জানিয়েছেন।

এই বিষয়ে নিয়েও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মিস এশিয়া প্যাসিফিক ২০০০ খেতাব জয়ী এ অভিনেত্রী।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর