গাইবান্ধায় গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গাইবান্ধায় গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

অনলাইন ডেস্ক

গাইবান্ধার সুন্দরগঞ্জে এক গৃহবধূকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের পাইটকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ রোজিনা বেগম (২৬) রামধন (মওয়ামারী) গ্রামের ওয়ারেছ আলীর মেয়ে। আর, অভিযুক্ত স্বামী ছামিউল পাইটকাপাড়া গ্রামের রহমান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, পারিবারিক দূরাবস্থার কারণে ঢাকায় পোশাক কারখানায় কাজ করতেন গৃহবধূ রোজিনা। আর স্বামী ছামিউল সেখানে কাঠমিস্ত্রীর কাজ করতেন। তখন থেকেই দুজনের মধ্যে সন্দেহের জেরে দাম্পত্য কলহ লেগেই ছিলো। প্রায় এক মাস আগে রোজিনা রাগ করে ঢাকা থেকে তার বাবার বাড়িতে চলে যান।

পরে স্বামী ছামিউল স্থানীয় ব্যক্তিবর্গের সহায়তায় সালিশের মাধ্যমে গ্রামের বাড়িতে নিয়ে আসেন। পারিবারিক বিষয়ে শুক্রবার সকাল থেকেই দুজনের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। এরপর সন্ধ্যায় বাড়ির পাশের বিলে মাছ মারার কথা বলে ওই গৃহবধূকে বাইরে নিয়ে যায় তার স্বামী। পরে বিলের মাঝে নিয়ে গিয়ে কুড়াল দিয়ে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে। এসময় রোজিনার চিৎকারে তার শ্বশুর-শ্বাশুড়ি এগিয়ে এলে তাদেরকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় ছামিউল। পরে, স্থানীয়রা এগিয়ে আসলে ছামিউল পালিয়ে যায়। এরপরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা ওয়ারেছ আলী জানান, বিয়ের পর থেকেই নানা ইস্যুতে তাদের ঝগড়া হতো। এ নিয়ে বেশ কয়েক বার সালিশও হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রাতে অভিযান চালিয়ে স্বামী ছামিউলকে আটক করা হয়।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ