বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে বহি:ষ্কারের দাবিতে টরন্টোয় মানববন্ধন

বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে বহি:ষ্কারের দাবিতে টরন্টোয় মানববন্ধন

অনলাইন ডেস্ক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নুর চৌধুরীকে কানাডা থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে অন্টারিও আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বাঙ্গালী অধ্যুষিত ড‍্যানফোর্থ এলাকায় ১৮ই আগস্ট আওয়ামী লীগ ও কানাডা ছাত্রলীগের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ড‍্যানফোর্থ এলাকায় রেডহট তন্দুরি সংলগ্ন সড়কে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে মানববন্ধন পালন করেন তারা। মানববন্ধন চলাকালীন সময়ে অনেক উৎসুক পথচারী দাঁড়িয়ে তা দেখেন।

করোনা পরিস্থিতি উন্নয়ন সাপেক্ষে ভবিষ্যতেও খুনি নুর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর দাবী নিয়ে মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচি অব্যাহত থাকবে বলে অভিমত প্রকাশ করেন অন্টারিও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, অন্টারিও আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল কাদের মিলু, উপদেষ্টা আব্দুস সালাম, অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মাসুদ আলী লিটন, সহ-সভাপতি গোলাম সারওয়ার, নির্বাহী সদস্য গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক আক্রামুল ইসলাম খান, শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল এস বি এম হামিদ, কোষাদক্ষ মোঃ মন্জুর আল করিম রুবেল, দপ্তর সম্পাদক খালেদ আহম্মেদ  শামিম, নির্বাহী সদস‍্য ফৌজিয়া করিম, মোস্তাফিজুর রহমান, সুকোমল রায়, দেলওয়ার হোসেন, মোঃ জুলহাস উদ্দিন, হাসনাত জামান এবং কানাডা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ  সম্পাদক নিরু চাকলাদার,  সাংগঠনিক সম্পাদক এমরুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ জসিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আহমেদ মুক্তা, শিল্প বিষয়ক সম্পাদক নজরুল আহমেদ, ঝুটন তরফদার, এডভোকেট কামরুল ইসলাম ও কনাডা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান ও দেওয়ান মুরাদ আফজাল।

সূত্র: নতুন সময়

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ