দুই দলের জোর প্রচারণা

দুই দলের জোর প্রচারণা

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে দুই দলের জোর প্রচারণা শুরু হয়ে গেছে। তবে এরিমাঝে নির্বাচনী রাজনীতির বিতর্কে জায়গা করে নিয়েছে করোনা ভ্যাকসিন।

ভ্যাকসিন আর মাস্ক নিয়ে ট্রাম্পের বক্তব্যের বিপরীতেই যেন অবস্থান তাঁর প্রশাসনের কর্মকর্তাদের।

ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন বলছেন, ভ্যাকসিন নিয়ে চিকিৎসকদের কথা বিশ্বাস করা যায়, তবে ট্রাম্পের কথায় কোনো বিশ্বাস নেই।

এবার চলতি বছরের মধ্যেই ১০ কোটি টিকা সরবরাহ সম্ভব হবে বলে জানিয়েছেন ট্রাম্প। তবে ভ্যাকসিন সাধারণ লোকজন নিশ্চিন্তে গ্রহণ করবে কিনা, এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

আরও পড়ুন: 


যুক্তরাষ্ট্রের অধিকাংশ স্বল্প শিক্ষিত শ্বেতাঙ্গ নারীর পছন্দের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প


যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য  আরও এক দফা নাগরিক প্রণোদনা আসছে।   প্রণোদনা দেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দলকে আরও উদার হতে বলছেন।

news24bd.tv

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর