৯ বছর পর সিলেট টু লন্ডন বিমান যোগাযোগ শুরু

নিজস্ব প্রতিবেদক

অবশেষে শুরু হলো সিলেট-লন্ডন-সিলেট সরাসরি বিমান যোগাযোগ। দীর্ঘ ৯ বছর বিরতির পর আজ সিলেট ওসমানী বিমানবন্দরে এই ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহমুদ আলী।

এর মধ্য দিয়ে সিলেটবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হলো।

উদ্বোধনী ফ্লাইট বিজি ০০১ সিলেট থেকে ১৮২ জন যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছে।

মন্ত্রী জানান, এই রুটে পরবর্তী ফ্লাইট লন্ডন যাবে। এরপর সেপ্টেম্বর থেকে প্রতি বুধবার সিলেট থেকে বিমানের একটি ফ্লাইট লন্ডন যাবে।

২০১১ সালে একবার সিলেট-লন্ডন রুটে সরসারি ফ্লাইট শুরু করে বিমান। তবে কিছু দিন পরই তা বন্ধ করে দেওয়া হয়।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর