বসনিয়ার জঙ্গলে আটকা পড়েছে কয়েক’শ বাংলাদেশী

বসনিয়ার জঙ্গলে আটকা পড়েছে কয়েক’শ বাংলাদেশী

নিজস্ব প্রতিবেদক

বসনিয়ার উত্তর-পশ্চিমে অবস্থিত ক্রোয়েশিয়ার সীমান্তবর্তী শহর ভেলিকা ক্লাদুসার এক জঙ্গলে আশ্রয় নিয়েছেন কয়ে’শ বাংলাদেশি।  

বসনিয়া থেকে ক্রোয়েশিয়ার মধ্য দিয়ে স্লোভেনিয়া হয়ে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোতে বিশেষত ফ্রান্স, ইতালি কিংবা স্পেনে অবৈধভাবে অনুপ্রবেশের জন্য তারা মূলত সেখানে অবস্থান করছেন।

এদের মধ্যে অনেকেই কয়েকবার ক্রোয়েশিয়া কিংবা স্লোভেনিয়াতে প্রবেশ করতে পারলেও এ দুই দেশের পুলিশের তৎপরতার কারণে তাদেরকে বাধ্য হয়ে আবার জঙ্গলে ফিরে আসতে হয়েছে।  


আরও পড়ুন: ডিসেম্বরে কাউন্সিল করবে গণফোরামের ভেঙ্গে যাওয়া দুই অংশই (ভিডিও)


 

বর্তমানে প্রয়োজনীয় খাদ্য কিংবা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি শীতের প্রকোপে তাদের নাজেহাল দশা।

যদিও আইওএমসহ বিভিন্ন সংস্থা থেকে মাঝেমধ্যে সহযোগিতা পাঠানো হয়, কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে দাবি করেছেন এইসব অভিবাসন প্রত্যাশীরা।

news24bd.tv আহমেদ

সম্পর্কিত খবর