প্রতিনিয়ত হামলা চালিয়েই যাচ্ছে ইসরাইল

প্রতিনিয়ত হামলা চালিয়েই যাচ্ছে ইসরাইল

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারো ইসরাইল বিমান এবং হেলিকপ্টার দিয়ে হামলা চালিয়েছে। হামলায় গাজার বেশকিছু কৃষি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, গতকাল শেষ বেলায় ইসরাইলি বাহিনী গাজার দেইর আল-বালা এলাকার কৃষি খামারে বিমান হামলা চালায়। ইসরাইলের ইংরেজি দৈনিক পত্রিকা টাইমস অব ইসরাইল এবং জেরুজালেম পোস্ট দাবি করেছে, গাজা উপত্যকার দক্ষিণে ইসরাইলি সেনারা ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ভূগর্ভস্থ স্থাপনায় গোলাবর্ষণ করেছে।

 

ইসরাইলি গণমাধ্যম বলছে, গাজা থেকে রকেট ছোঁড়ার পর ইসরাইল তার জবাব দিয়েছে। প্রায়ই ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে থাকে।


আরও পড়ুন: মুসলমানরা এই অপমান সহ্য করবে না: খামেনেয়ী


এদিকে, গতকাল শেষ বেলায় সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র একটি স্কুল ভবনে আঘাত হানে।

কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও হামলার কথা নিশ্চিত করেছে। তবে কোন পক্ষ থেকেই হামলায় ক্ষয়ক্ষতির কথা পরিষ্কার করে জানানো হয় নি।

news24bd.tv আহমেদ