ভোট গণনা শেষ: বাইডেন ৩০৬, ট্রাম্প ২৩২

ভোট গণনা শেষ: বাইডেন ৩০৬, ট্রাম্প ২৩২

অনলাইন ডেস্ক

অবশেষে শেষ হলো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা। সময় লাগলো দশদিন। দেশটির সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’- তাদের এক প্রতিবেদনে জানিয়েছে জর্জিয়া অঙ্গরাজ্যেও জয় পেয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

১৯৯২ সালের পর থেকে এবারই প্রথম জর্জিয়ায় ডেমোক্র্যাটরা জয় পেতে যাচ্ছে।

আর ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন নর্থ ক্যারোলাইনায়।

মার্কিন আরেক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, জর্জিয়ায় বাইডেন ১৬টি ইলেক্টোরাল ভোট পেলেন। এ নিয়ে তার ইলেক্টোরাল ভোটের সংখ্যা দাঁড়াল ৩০৬। আর ট্রাম্পের ইলেক্টোরাল ভোট ২৩২।


আরও পড়ুন: ইসরায়েলকে স্বীকৃতি দেয়ার চাপ আসছে: ইমরান খান


যুক্তরাষ্ট্রের নির্বাচনে জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ভোট গণনা বাকি ছিল। বাইডেন বেশি ভোট পেয়েছেন আটলান্টায়। দুই প্রার্থীর মধ্যে সামান্য ব্যবধানের কারণে জর্জিয়ায় ভোট পুনর্গণনা করা হয়।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হতে কোনো প্রার্থীর ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোটের দরকার হয়। ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাইডেনই দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন। এই লক্ষ্যে তিনি তাঁর প্রশাসন গোছানোর প্রস্তুতি নিচ্ছেন।

news24bd.tv নাজিম