অক্সফোর্ডের টিকা ভারত-বাংলাদেশ একই সময়ে পাবে

অক্সফোর্ডের টিকা ভারত-বাংলাদেশ একই সময়ে পাবে

রিশাদ হাসান

অক্সফোর্ডের ভ্যাকসিনের জরুরি অনুমোদন চেয়েছে সিরাম ইনস্টিটিউট। এর ফলে ভারত-বাংলাদেশ একইসঙ্গে টিকা পাবে। কারণ দুই দেশের বাজারে একই সময়ে টিকা দেয়ার বিষয়ে সমঝোতা চুক্তি রয়েছে।  

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, ৩ কোটি ডোজ টিকা পেলে দেড় কোটি মানুষকে এই টিকা দেয়া সম্ভব।

টিকা প্রাপ্তির সাথে, পরিবহণ, সংরক্ষণ ও বিতরণের দিকেও বিশেষ নজর দেয়ার পরামর্শ দিচ্ছে কোভিড জাতীয় কমিটি।

ভারতের সিরাম ইনিস্টিটিউটের কারখানায় তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনকোর টিকা পেতে, স্বাস্থ্য মন্ত্রণালয়, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও সিরামের মধ্যে চুক্তি সাক্ষরিত হয় ৫ নভেম্বর।

এই চুক্তি অনুসারে ৩ কোটি ডোজ টিকা পাবে বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য মতে, দেড় কোটি মানুষকে দেয়া যাবে এই টিকা।

এদিকে অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনকোর এই টিকা জরুরি ব্যবহারের অনুমতি চেয়েছে ভারতের সিরাম ইন্সটিটিউট। যার অনুমতি পেলে ভারত-বাংলাদেশ টিকা পাবে একইসঙ্গে এমনটাই জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র।


আরও পড়ুন:

বরযাত্রীবাহী ট্রলার ডুবে ৫ জনের মৃত্যু, অনেকে নিখোঁজ

সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ফাইনাল না খেলে যুক্তরাষ্ট্রের উদ্দেশে সাকিব

'যুক্তরাষ্ট্র সাইবার হামলা ঠেকাতে ব্যর্থ হলেই রাশিয়ার ঘাড়ে দোষ চাপায়'

বোমা হামলায় কাবুলের ডেপুটি গভর্নর নিহত


দেশের বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে, সরকারকে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি টিকা পরিবহণ, সংরক্ষণ ও বিতরণের দিকে সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিচ্ছে কোভিড জাতীয় কমিটি।

অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনকোর এই টিকা এখনও কোন দেশ অনুমোদন না দিলেও ট্রায়ালের ফলাফল বলছে, এই টিকার কার্যকারিতা ৬২-৯০ শতাংশ।

news24bd.tv নাজিম