বিশ্ব অর্থনীতিতে প্রভাব

বিশ্ব অর্থনীতিতে প্রভাব

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে নতুন করোনা প্রজাতি শনাক্ত হওয়ার পর একের পর এক দেশ থেকে ব্রিটিশ ফ্লাইট নিষিদ্ধের ঘোষণা আসায় বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে। ইউরোপীয় দেশগুলো ছাড়াও মার্কিন শেয়ারবাজারেও শ্লথগতি দেখা দিয়েছে।

সোমবার যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ারবাজার এসএন্ডপি ৫০০ এর সূচক অন্তত এক শতাংশ নিচে নেমেছে। একই অবস্থা ডাউ জোনস ও নাসডাকেরও।

লন্ডনের এফটিএসই ১০০ এর লেনদেন অন্তত ২ শতাংশ কমেছে। ৩ শতাংশের বেশি সূচক নেমেছে জার্মান ও ফরাসি প্রধান শেয়ারবাজারগুলোর।

ব্রিটেনে ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে ব্রিটিশ এয়ারওয়েজের মালিক আইএজির দর এক ধাক্কায় ৮ দশমিক ৪ শতাংশ কমতে দেখা গেছে। আর ইজি জেটের শেয়ারের সূচক ৯ শতাংশের নিচে নেমেছে বলে জানিয়েছে রয়টার্স।

শেয়ারবাজার ছাড়াও ব্রিটেনের মুদ্রার মানেও করোনার প্রভাব পড়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি।


নিজেকে আবেদনময়ী করতে গিয়ে অস্ত্রোপচারে প্রাণ গেল মডেলের

রোহিঙ্গাদের ফেরাতে পাশে থাকবে তুরস্ক

মাদারীপুরে পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

সম্পর্ক বাঁচাতে নারী সহকর্মীদের গোসলের ভিডিও প্রেমিককে পাঠাত নার্স


নিউজ টোয়েন্টিফোর / কামরুল