নতুন করে যুক্তরাজ্যে আতঙ্ক

নতুন করে যুক্তরাজ্যে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের আরেকটি ধরন শনাক্তের পর নতুন করে আতঙ্ক ছড়িয়েছে যুক্তরাজ্যে। দক্ষিণ আফ্রিকা থেকে যুক্তরাজ্যে প্রবেশ করা দুই ব্যক্তির শরীরে দ্বিতীয় ধরনটি শনাক্ত হয়। ফাইজার বাইএনটেক ভ্যাকসিন অনুমোদনের পর দেশটিতে নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে।

এদিকে, ইউরোপে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে ।

বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৩ হাজার ৩শ ৪০ জন মারা গেছে।


দেশ ও মানুষকে ভালোবেসে কর্তব্য পালন করতে হবে: প্রধানমন্ত্রী

নিখোঁজের দেড় মাস পর সেপটিক ট্যাংকে মিলল যুবকের লাশ

লন্ডন থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে সিলেটে নামছে বিমান


এ নিয়ে মোট প্রাণহানি ১৭ লাখ ৩৮ হাজারের বেশি। নতুন করে ৬ লাখ ৭৮ হাজারসহ মোট শনাক্ত, ৭ কোটি ৯০ লাখ ছাড়িয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছেন সাড়ে পাঁচ কোটিরও বেশি মানুষ।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক