করোনা পরবর্তী শিক্ষা সংকটের সমাধান কোন পথে

করোনা পরবর্তী শিক্ষা সংকটের সমাধান কোন পথে

Other

আইসোলেশনে থেকেই নতুন বছর শুরু করলো করোনা আক্রান্ত শিক্ষা ব্যবস্থা। ভবিষ্যৎ কী? এই প্রশ্ন সবার। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন বলছেন, শিক্ষা নিয়ে সরকারের পরিকল্পনা অনেক কিন্তু বাস্তবায়ন সামান্যই।  

আর, বিদ্যমান কারিকুলামে পরিবর্তন আনার সরকারি পরিকল্পনাকে ইতিবাচক বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

চলছে নতুন বছরে নতুন বই বিতরণ। গত বছরের ১৭ মার্চের পর শিক্ষাখাতের দৃশ্যমান কোনো আয়োজন। করোনা সঙ্গী করেই শুরু হলো নতুন শিক্ষাবর্ষ। অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকরা।

এভাবে আর কতদিন, কিভাবে ক্ষতি পোষাবে শিক্ষার্থীরা? এই প্রশ্ন সবার।  

শুধু মুখে না বলে করোনার ক্ষতি পোষাতে সরকারকে পরিকল্পনা বাস্তবায়নের কথা বলছেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন।  

স্বাস্থ্য সুরক্ষায় সরকারের বর্তমান পদক্ষেপকে ইতিবাচক বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলছেন, সাপ্তাহিক ছুটি বা অন্য কোন ছুটি বাদ দিয়ে শিক্ষা কার্যক্রম চালানো গেলে ক্ষতি অনেকটাই পোষানো সম্ভব।


আরও পড়ুন: কাতারের সঙ্গে সব ধরনের সীমান্ত খুলে দিচ্ছে সৌদি আরব


কারিকুলামে পরিবর্তন আনার সরকারি পরিকল্পনাতেও একমত শিক্ষা সংশ্লিষ্টরা। বলছেন, একমুখি-কর্মনির্ভর শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের কথা। শিক্ষার্থীদের মানবতা, নৈতিকতা ও প্রাযুক্তিক জ্ঞান নির্ভর শিক্ষা ব্যবস্থার কথাও বলছেন তারা।  

করোনা দেশের শিক্ষা ব্যবস্থায় যে ক্ষতের সৃষ্টি করছে তা পুষিয়ে নিতে অবশ্যই সরকারি পরিকল্পনার যথার্থ বাস্তবায়ন করতে হবে। তা না হলে চরম অনিশ্চয়তায় পড়বে সমগ্র শিক্ষা কার্যক্রম। যা ভোগাবে ভবিষ্যৎ প্রজন্মকে, এমনটাই বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা।

news24bd.tv আহমেদ