টরেন্টোয় নির্মিত হবে বঙ্গবন্ধুর ভাষ্কর্য

টরেন্টোয় নির্মিত হবে বঙ্গবন্ধুর ভাষ্কর্য

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত‍্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগের প্রবাসী সংগঠন অন্টারিও আওয়ামী লীগ গত ১০ই জানুয়ারি এক  আলোচনা সভার আয়োজন করে।

বাংলাদেশ ও কানাডার জাতীয় সঙ্গীত এবং স্বাধীন বাংলাদেশের রুপকার, স্থপতি  হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন পূর্বক অনুষ্ঠান শুরু হয়।

বাংলাদেশ আওয়ামী লীগ অন্টারিও, কানাডা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাইকমিশনার ড. খলিলুর রহমান। অন্টারিও আওয়ামীলীগের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক লিটন মাসুদ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ চৌধুরী বিপ্লব।


সিদ্ধান্ত পরিবর্তন হোয়াটসঅ্যাপের

পৌর নির্বাচন অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর হচ্ছে : হানিফ


আলোচনায় বক্তারা টরন্টোয় বঙ্গবন্ধুর একটি স্মারক ভাষ্কর্য নির্মাণের অঙ্গীকার করেন।

অন্যান্যের মধ্যে  আলোচনায় অংশগ্রহণ করেন বিশেষ অতিথি ড. মোজাম্মেল খান, ড.আব্দুল আউয়াল,কানাডা আওয়ামীলীগের সভাপতি গোলাম মাহমুদ মিয়া, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহিবুর রহমান, তোফাজ্জল আলী, অন্টারিও আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিলু, প্রমূখ।  

news24bd.tv / nakib