টানা তৃতীয় সিরিজ জয়ের হাতছানি

টানা তৃতীয় সিরিজ জয়ের হাতছানি

অনলাইন ডেস্ক

জিম্বাবুয়ে ছাড়া অন্যকোনো দলের বিপক্ষে টানা তিন সিরিজ জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। এবার সুযোগ এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। শুক্রবার মিরপুরে ক্যারিবীয়দের হারাতে পারলে অন্যরকম এক হ্যাটট্রিক হয়ে যাবে টাইগারদের। প্রথম ম্যাচে দারুণ জয়ে অনেকটাই ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল।

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে তামিম-সাকিবরা।

বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে উইন্ডিজকে সহজে হারিয়ে এগিয়ে গেছে তামিম ইকবালের দল। আজকের ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে টিম টাইগার্স। সোমবার তৃতীয়, তথা শেষ ওয়ানডে চট্টগ্রামে।

স্ট্রোকের ঝুঁকি এড়াবেন যেভাবে

ফেব্রুয়ারিতে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

জুমার দিন দুনিয়ার শ্রেষ্ঠ দিন

২০১৮ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্বাগতিকদের ২-১এ সিরিজ হারায় বাংলাদেশ। ওই বছরের ডিসেম্বরে ঘরের মাঠেও ২-১এ সিরিজ জিতে নেয় মাশরাফী বিন মোর্ত্তজার দল। এবার তামিমের নেতৃত্বে টাইগারদের হাতছানি একই প্রতিপক্ষের বিপক্ষে হ্যাটট্রিক সিরিজ জয়ের।

এদিকে অবশ্য বাংলাদেশকে চাপে ফেলার সামর্থ্য ওয়েস্ট ইন্ডিজের আছে বলে মনে করেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান, ‘ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির খেলোয়াড়রা আসেনি বলে, আপনি যদি মনে করেন তারা ভালো দল নয়, তবে তা ভুল ভাবা হবে। আমরা দেশে ও বিদেশে তাদের পূর্ণ শক্তির দলকে হারিয়েছি। কিন্তু তারা সব সময়ই ভালো দল। তাই এই জয়ে আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত হবে না। তারা আমাদের বিপক্ষে জ্বলে উঠতে পারে। তাদের হারানোর জন্য আমাদের আরো পরিশ্রম করতে হবে। ’

সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারাতে চান ওয়েস্ট ইন্ডিজের জেসন।

তিনি বলেন, ‘আমাদের নিজেদের আরো সময় দিতে হবে। ইনিংসের মাঝখানে স্পিনারদের বিপক্ষে রান করাটা কঠিন। যা ইনিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। অবশ্য এই সময়ের বোলিংয়ে আমাদের আরো ভালো খেলা দরকার। ব্যাটিংয়ের ক্ষেত্রে আমরা অনভিজ্ঞ, তবে আমি মনে করি, খেলোয়াড়রা যোগ্য। অবশ্য উইকেট কিছুটা কঠিন ছিল। আশা করছি পরের ম্যাচে আমরা ভালো করতে পারব। ’

news24bd.tv /আলী