চাঁপাইনবাবগঞ্জে ঘর পেল ১ হাজার ৩১৯ পরিবার

চাঁপাইনবাবগঞ্জে ঘর পেল ১ হাজার ৩১৯ পরিবার

Other

চাঁপাইনবাবগঞ্জে সরকারের পক্ষ থেকে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করা হয়েছে। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সল্লায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকারের সাথে সংযুক্ত হন এবং জেলার ঐতিহ্যবাহী গম্ভীরা গান শোনেন। পরে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মইনুদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. আব্দুল ওদুদ এবং একজন নারী উপকারভোগীর সাথে কথা বলেন।


আরও পড়ুন: মার্কিন জোট সেনাদের বহরে বোমা হামলা


এর আগে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘরের কাগজপত্র তুলে দেয় জেলা প্রশাসক। অনুষ্ঠানে তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে হাজারো নারী-পুরুষ অংশ নেন। চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৩১৯টি পরিবারকে এই ঘর প্রদান করা হবে।

news24bd.tv আহমেদ