অবসরের আগেই নির্বাচকের দায়িত্বে আব্দুর রাজ্জাক

অবসরের আগেই নির্বাচকের দায়িত্বে আব্দুর রাজ্জাক

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে যোগ হলেন আব্দুর রাজ্জাক। জাতীয় দল থেকে অবসর না নিলেও বেশ কয়েক বছর ধরেই রয়েছেন দলের বাইরে। তবে নিয়মিত খেলে যাচ্ছেন ঘরোয়া লিগে।

লম্বা সময় ধরে গুঞ্জন চলছে জাতীয় দলের নির্বাচকের দায়িত্বে দেখা যেতে পারে এই বাঁহাতি অফ-স্পিনারকে।

সেটা অবশেষে সত্য হলো। জাতীয় দলের দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশারের প্যানেলে যুক্ত হয়েছেন আব্দুর রাজ্জাকও।


কোহলির সঙ্গে খেলতে চায় সানি লিওন!

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

সন্তানদের মুখে দুমুঠো ভাত তুলে দিতে যৌনপেশা

নায়িকা তমার ‘গোপন ভিডিও’ প্রকাশের হুমকি দিলেন সাবেক স্বামী


বুধবার বিসিবির অনলাইন সভায় নেয়া হয়েছে এই সিদ্ধান্ত। এছাড়া দ্রুত ঘরোয়া ক্রিকেট শুরুর ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২০০৬ সালে টেস্ট অভিষেক হওয়া আব্দুর রাজ্জাক সবশেষ টেস্ট খেলেছেন ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। লম্বা এই ক্যারিয়ারে মাত্র ১৩টি টেস্টে নিয়েছেন ২৮টি উইকেট। ওয়ানডে ক্যারিয়ারের শুরু ২০০৪ সালে। এ পর্যন্ত ১৫৩ ম্যাচে উইকেট নিয়েছেন ২০৭টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৪ ম্যাচে নিয়েছেন ৪৪টি উইকেট।

সমৃদ্ধ প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৭ ম্যাচে আব্দুর রাজ্জাকের উইকেট সংখ্যা ৬৩৪টি। সবশেষ ম্যাচ খেলেছেন মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুরের বিপক্ষে।

news24bd.tv / কামরুল