মিরপুরে আসছে স্টার সিনেপ্লেক্স

মিরপুরে আসছে স্টার সিনেপ্লেক্স

অনলাইন ডেস্ক

গত বছর ফেব্রুয়ারিতে সনি ও স্টার সিনেপ্লেক্সের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়।  ওই চুক্তিতে মিরপুরের ঐতিহ্যবাহী সনি সিনেমা হল ১৫ বছরের জন্য ভাড়া নেয় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

লম্বা সময় পর মিরপুর-১ এ সনি সিনেমা হল ভেঙে আগামী ফেব্রুয়ারি মাস থেকে এটি চালু হতে যাচ্ছে সনি-স্টার সিনেপ্লেক্স নামে।

মোট তিনটি স্ক্রিন থাকবে এই সিনেমা হলে।

আসন সংখ্যা থাকবে ৪০০, ২৫০, ১৫০ (মোট ৮০০)। সিনেপ্লেক্সের অন্যান্য শাখার মতো নয়, মিরপুর অঞ্চলের কথা বিবেচনা করে টিকেটের মূল্য নির্ধারণ থাকবে বলে জানান সংশিষ্ট এক কর্মকর্তা।

৬টি স্ক্রিন নিয়ে রাজধানীর বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সের পর ধানমন্ডির সীমান্ত সম্ভারে ৩টি স্ক্রিন, মহাখালীর এসকেএস টাউয়ারে ৩টি স্ক্রিনসহ বর্তমানে মোট ১২টি স্ক্রিন নিয়ে চলছে স্টার সিনেপ্লেক্স।


পোল্যান্ডে গর্ভপাত নিষিদ্ধ, দেশজুড়ে বিক্ষোভ

শরীয়াহ আইনে সমকামিতার শাস্তি কার্যকর, প্রকাশ্যে সাজা পেল দুই যুবক

সায়নী ঘোষকে ‘যৌনকর্মী’ বলে আক্রমণ সাংসদের

আমাকে গ্রেপ্তার করা ‘সাজানো নাটক’ দাবি সাহেদের


মিরপুর অঞ্চলে আরও ৩টি স্ক্রিন নিয়ে চালু হলেই ফেব্রুয়ারি থেকে ঢাকায় মোট ১৫টি স্ক্রিন থাকবে স্টার সিনেপ্লেক্সের।

news24bd.tv / নকিব