সুনামগঞ্জের দুই শতাধিক অগভীর নলকুপে পানি সংকট; বিপাকে মানুষ

সুনামগঞ্জের দুই শতাধিক অগভীর নলকুপে পানি সংকট; বিপাকে মানুষ

Other

সুনামগঞ্জের সুরমা ইউনিয়নের দুই শতাধিক অগভীর নলকুপে পানি না থাকায় বিপাকে ১১ গ্রামের ৬০ হাজার মানুষ। বিশুদ্ধ পানির সংকটের কারণে পুকুর ও বিলের পানি ফুটিয়ে ফিটকিরি দিয়ে পান করছেন তাঁরা। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও তা সমাধানে সংশ্লিস্টরা কোন উদ্যোগ না নেয়ায় হতাশ স্থানীয়রা।   

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের কৃষ্ণনগর, বানীপুর, কোনাগাঁও, ঢালাগাঁও সহ ১১টি  গ্রামে অগভীর নলকূপে পানি উঠছে না অনেকদিন ধরে।

এতে চরম দুর্ভোগে পড়েছে ৬০ হাজার মানুষ।


বরিশালে ভূত আতঙ্কে নার্সিং ইন্সটিটিউটের ৪ ছাত্রী হাসপাতালে

নেত্রকোনায় খাবারের সন্ধানে এসে ধরা পড়ল চিতা বাঘের শাবক

গোনাহ থেকে মুক্তি লাভে যে দোয়া পড়তেন বিশ্বনবী

বড় ও নামি হাসপাতালে টিকা নিতে ভিড় বেশি


স্থানীয়দের অভিযোগ, তেরাপুর এলাকায় সোলার সেচ পাম্প  স্থাপন করার পর থেকেই সাধারণ নলকূপে পানি উঠার সমস্যা শুরু হয়। এবার শুঙ্ক মৌসুম শুরু হতে না হতেই নলকূপে পানি উঠা বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় পুকুর ও বিলের পানি ফুটিয়ে পান করতে বাধ্য হচ্ছেন তারা।

এতে পানি বাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে অনেকে।

সংশ্লিস্টরা বলছেন, এসব এলাকায় গভীর নলকুপ স্থাপনে এরই মধ্যে উদ্যোগ নেয়া হয়েছে। বিশুদ্ধ পানির সংকট নিরসনে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের।

news24bd.tv আয়শা