অতিথি পাখির কলকাকলীতে মুখর নওগাঁর জবই বিল

Other

পরিযায়ী পাখির কলকাকলীতে মুখরিত হয়ে উঠেছে নওগাঁর সাপাহারের জবই বিল। এসব পাখির সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দুর-দুরান্ত থেকে আসছেন পাখি প্রেমীরা।   তবে পাখির অভয়াশ্রমের জন্য একটি ইকো ট্যুরিজম পার্ক গড়ে তোলার দাবি  স্থানীয়দের।  

প্রতিবছরের মত এ বছরও নওগাঁর জবই বিলে এসেছে  পরিযায়ী পাখি ।

পিয়াং হাঁস, পাতি সরালি, লেংজা হাঁস, বালি হাঁস,  পানকৌড়ীসহ বিভিন্ন প্রজাতির পাখির কল-কাকলীতে মুখরিত এ বিল।


ক্রাইস্টচার্চে পৌঁছেছে টাইগাররা

স্পেনে ঢুকতে অভিবাসীর অভিনব পন্থা

গোয়েন্দাদের ব্যর্থতাতেই ক্যাপিটলে হামলা

মিয়ানমারের ১০৮৬ নাগরিককে ফেরত পাঠালো মালয়েশিয়া


এসব পাখি  দেখতে প্রতিদিন দুর-দুরান্ত থেকে আসছেন পাখি-প্রেমীরা। পাখিদের অভয়াশ্রমের জন্য একটি ইকো ট্যুরিজম পার্ক গড়ে তোলার  দাবি জানিয়েছেন অনেকে।

তবে এই বিলকে একটি আকষর্নীয় পর্যটন কেন্দ্রে হিসেবে গড়ে তোলার জন্য উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা।


জবই বিল উত্তরাঞ্চলের একটি বৃহৎ বিল। নওগাঁ জেলার সাপাহার উপজেলায় অবস্থিত এ বিল ।  

news24bd.tv নাজিম