নাইজারে নির্বাচন পরবর্তী সহিংসতা; নিহত ২, গ্রেপ্তার ৪৬৮

নাইজারে নির্বাচন পরবর্তী সহিংসতা; নিহত ২, গ্রেপ্তার ৪৬৮

অনলাইন ডেস্ক

নাইজারে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনের পর ছড়িয়ে পড়া ব্যাপক সহিংসতায় কমপক্ষে দুজন নিহত ও ৪৬৮ জন গ্রেপ্তার হয়েছে। নিহতদের মধ্যে ন্যাশনাল গার্ডের এক সদস্যও রয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রী আলকাচে আলহাদা এ কথা জানান। খবর এএফপির।

দেশটির দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে প্রাদেশিক ফলাফল ঘোষণার পর থেকেই বিরোধী দলের সমর্থকরা নিয়ামি, জিন্দার ও দোসোতে সহিংস বিক্ষোভ প্রদর্শন করে।

এসময় তারা আইন-শৃঙ্খলা বাহিনীর নির্দেশ উপেক্ষা করে বিভিন্ন রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং রাস্তার ওপর টায়ারে আগুন ধরিয়ে দেয়।


১৯ মার্চ আসছে জয়ার ‘অলাতচক্র’

বস্তিবাসীকে না জানিয়েই ভ্যাকসিনের ট্রায়াল

গাড়িতে অগ্নিকান্ড, রেকর্ড সংখ্যক গাড়ি উঠিয়ে নিচ্ছে হুন্দাই

৭ সন্তান নিতে স্বেচ্ছায় দেড় লাখ ডলার জরিমানা গুনলেন চীনা দম্পতি


গত সপ্তাহে রোববারের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিকান রিনিউয়াল দলের প্রার্থী মহামান ওসমানের বিরুদ্ধে ৫৫.৭৫ শতাংশ ভোট পাওয়ায় নাইজারের গণতন্ত্র ও সমাজতান্ত্রিক দলের প্রার্থী মোহামেদ বজৌমকে দেশটির স্বাধীন জাতীয় নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণার পর মঙ্গলবার এ সহিংসতা ছড়িয়ে পড়ে। এ নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওসমান ৪৪.২৫ শতাংশ ভোট পান।

news24bd.tv / নকিব