আল আকসা মসজিদ নিয়ে ভিডিও গেম তৈরি করল ফিলিস্তিন

আল আকসা মসজিদ নিয়ে ভিডিও গেম তৈরি করল ফিলিস্তিন

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বুর্জ আল-লুকলুক জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ নিয়ে ভিডিও গেম বানিয়েছে। মুসলিম বিম্বের কাছে ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসা। নতুন এই গেমটির নাম গার্ডিয়ানস অব আল-আকসা। গেমটির দ্বিতীয় সংস্করণ চালু হবে এ সপ্তাহে।

খবর দ্যা নিউ আরবের।  

গেমটির প্রথম ভার্সন অনলাইন থেকে দুই লাখেরও বেশি ইউজার ডাউনলোড করেছেন। পবিত্র এ মসজিদটিতে ইসরাইলি বাধা উপেক্ষা করে মুসল্লিরা কীভাবে নামাজ পড়তে যান তা নিয়েই ভিডিও গেমটি তৈরি করা হয়েছে।


ইয়াবার টাকা না পেয়ে কাঁচি দিয়ে মাকে হত্যা

৯৯৯ এ ফোন এক ঘন্টায় চোরাই মোটরসাইকেল উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ব্যাংক থেকে বয়স্ক ভাতার টাকা উধাও

আল্লাহর কাছে যে তিনটি কাজ বেশি প্রিয়


ফিলিস্তিনের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বুর্জ আল-লুকলুকের প্রধান মুনতাসির জানান, তার সংস্থার তৈরি এ ভিডিও গেমটির অর্ধেকেরও বেশি ডাউনলোড করেছেন তুরস্ক, ইউরোপ ও ইন্দোনেশিয়ার নেটিজেনরা।

ভিডিও গেমটির জনপ্রিয়তার কথা চিন্তা করে বেশ কয়েকটি ভাষায় এটি তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

অভিনব এই ভিডিও গেমটি এরই মধ্যে সারা ফেলেছে। বিশ্বের অন্যান্য প্রান্তের মানুষরাও এটি দেখতে এখন আগ্রহী হবে বলে ধারণা করা হচ্ছে।  

 news24bd.tv/আয়শা