খুলনায় কা‌শেম হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ

খুলনায় কা‌শেম হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ

Other

খুলনা মহানগর জাতীয় পা‌র্টির সা‌বেক সাধারণ সম্পাদক শেখ আবুল কা‌শেম হত্যা মামলায় বুধবার অবসরপ্রাপ্ত ম্যা‌জি‌স্ট্রেট সগীর আহ‌মেদ আদাল‌তে হা‌জিরা দি‌য়ে‌ছেন। জন‌নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনা‌লে আলোচিত এ মামলায় তার স্বাক্ষ্যগ্রহণ করা হয়।

এ সময় মামলার আসামি খুলনা-৩ আস‌নের সা‌বেক সংসদ সদস্য আব্দুল গফফার বিশ্বাস আদাল‌তে হা‌জির ছিলেন। আরেক আসামি কেসিসি’র নির্বাচনে জাপা মেয়র প্রার্থী মুশ‌ফিকুর রহমান উপ‌স্থিত হন‌নি।


সবইতো চলছে, শিক্ষাপ্রতিষ্ঠান কেন ঈদের পরে খুলবে: নুর

আইন চলে ক্ষমতাসীনদের ইচ্ছেমত: ভিপি নুর

রাঙামাটিতে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

৭৫০ মে.টন কয়লা নিয়ে জাহাজ ডুবি, শুরু হয়নি উদ্ধার কাজ


রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. আরিফ মাহমুদ লিটন এ তথ্য জানিয়েছেন।

আগামী ১৫ মার্চ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

জানা যায়, ১৯৯৫ সা‌লের ২৫ এ‌প্রিল নগরীর স্যার ইকবাল রোডের বে‌সিক ব্যাং‌কের সাম‌নে আবুল কা‌শেম ও তার গাড়ির চালক মিকাইলকে গুলি করে হত্যা করা হয়।

news24bd.tv তৌহিদ