নোয়াখালীতে সাংবাদিকদের মানববন্ধন

নোয়াখালীতে সাংবাদিকদের মানববন্ধন

Other

নোয়াখালীর সোনাইমুড়ীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোনাইমুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোছাইন ভূঁইয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদসহ অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সোনাইমুড়ী প্রেসক্লাবের সামনে জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধনে অংশ গ্রহণ করে।  

গত ২৫ই ফেব্রুয়ারি স্থানীয় জাহানারা হাসপাতালে এক নারীর ভুল চিকিৎসার সংবাদ প্রচারের জের ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসাপাতালের পরিচালক জাহাঙ্গীর আলম নিজ ফেইসবুক আইডি থেকে সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোষ্ট করে।  


জিয়ার অবদান অস্বীকার করার অর্থই হল স্বাধীনতাকে অস্বীকার: ফখরুল

সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে সুযোগ দিয়েছিলেন জিয়া: কাদের

বসুন্ধরা এলপি গ্যাসের রিটেইলার মিট প্রোগ্রাম অনুষ্ঠিত

খুলনায় বিএনপির অফিস ঘিরে রেখেছে পুলিশ, তীব্র উত্তেজনা


এরপরে আরও একটি ফেইক ফেইসবুক পেজ থেকে একইভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মানহানিকর পোষ্ট করে।

এ ঘটনায় সোনাইমুড়ী থানায় ২ সাংবাদিক বাদী হয়ে আলাদাভাবে ২টি লিখিত অভিযোগ দায়ের করে।

 এইদিকে সোনাইমুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে থানার এজহারভুক্ত মাদক ব্যবসায়ী জানে আলম বিভিন্ন কুরুচিপূর্ণ পোষ্ট দিয়ে যাচ্ছে। এ ছাড়াও বিভিন্ন সময় সাংবাদিকদের জড়িয়ে মুক্ত সাংবাদিকতাকে বাধা গ্রস্থ করার জন্য অপপ্রচার করে আসছে বিভিন্ন কুচক্রি মহল।

news24bd.tv / কামরুল