বগুড়ায় বিক্রির সময় ৩৫টি বিলুপ্তপ্রায় সুন্ধি কাছিম উদ্ধার

বগুড়ায় বিক্রির সময় ৩৫টি বিলুপ্তপ্রায় সুন্ধি কাছিম উদ্ধার

Other

বগুড়ায় বিক্রির সময় ৩৫টি বিলুপ্তপ্রায় সুন্ধি কাছিম উদ্ধার করেছে সরকারি আজিজুল হক কলেজের পরিবেশবাদী সংগঠন 'তীর'। সোমবার সকাল ৯টার দিকে শহরের তিনমাথা এলাকা থেকে বন বিভাগের সহযোগিতায় ওই কাছিমগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় বগুড়ার রফিকুল ইসলাম এবং গোবিন্দ চন্দ্র রায়  নামে দুই ব্যক্তি আটক হয়।


নাসির প্রেমিক না আমার বন্ধু : মডেল মিম

আমার বয়ফ্রেন্ড নিয়ে আমিও মজায় আছি : নাসিরের সাবেক প্রেমিকা

বউ যেন এদিক-ওদিক ভাইগা না যায় : নাসিরের সাবেক প্রেমিকা (ভিডিও)

নাসির-তামিমার জন্য ভালোবাসা ও দোয়া : শবনম ফারিয়া


বিক্রির জন্য নোয়াখালি থেকে এ কাছিমগুলো এনেছেন বলে আটককৃত দু’জন জানিয়েছেন।

পরিবেশবাদী সংগঠন তীর এর সাবেক সভাপতি আরাফাত রহমান জানান, বিক্রির সময় শহরের তিনমাথা এলাকা থেকে হাতেনাতে তাদের ধরা হয়।  

এসময় তাদের কাছে থাকা দুই বস্তায় ৩৫টি বিলুপ্তপ্রায় সুন্ধি কাছিম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৩৫টি কাছিমের ওজন ৩৭ কেজি। এ ঘটনায় বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

news24bd.tv আয়শা