আবারও দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে ফ্রান্স

অনলাইন ডেস্ক

ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সির নিশ্চয়তা পেয়ে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি আবার শুরু করতে যাচ্ছে ইউরোপের দেশগুলো।  

এদিকে করোনার তৃতীয় ঢেউয়ে আবারো দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে ফ্রান্স। এছাড়া ভারতেও গেলো তিনমাসের মধ্যে সর্বোচ্চ আক্রান্তের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার।  

গেলো ২৪ ঘন্টায় সারাবিশ্বে আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ৫ লাখ মানুষ, মারা গেছে ১০ হাজার ৪৭৩ জন।

এ নিয়ে মোট প্রাণহানি ঘটলো ২৭ লাখ ৩ হাজার, আর মোট সংক্রমণ ছাড়িয়েছে ১২ কোটি ২৩ লাখ।  

গেলো সপ্তাহে ভ্যাকসিন গ্রহীতাদের দেহে রক্ত জমাট বাঁধা ও কয়েকটি মৃত্যুর খবরে ইউরোপের অন্তত ১৩টি দেশ একযোগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ বন্ধ ঘোষণা করে। এ নিয়ে গবেষণা তদন্ত শেষে বৃহস্পতিবার ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি জানায়, অক্সফোর্ডের ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর। এ খবর আসার পর ইতালি, জার্মানী, স্পেনসহ বেশকটি দেশ টিকা প্রয়োগের স্থগিতাদেশ তুলে নেয়ার কথা জানিয়েছে।

এছাড়া এক ঘোষণায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, তিনি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ করবেন।

করোনার মহামারীর প্রাদুর্ভাবে বৃহস্পতিবার আবারো মাসব্যাপী দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে ফ্রান্স। গেলো সপ্তাহে ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হবার পর সংক্রমণ বাড়তে থাকে। ২৪ ঘন্টায় দেশটিতে ৩৫ হাজারের বেশি সংক্রমিত হওয়ায় আবার লকডাউনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স।


বাড়িতে একা পেয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

৭ বছরের সন্তানকে বাঁচাতে নদীতে ঝাঁপ, প্রাণ গেল বাবারও

গাজীপুরে পোশাক শ্রমিককে দল বেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২

এই দেশে সব হতে পারে; কিন্তু বাচ্চাদের পরীক্ষা হতে পারে না!


করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে ব্যাপকহারে ঘটছে সংক্রমণ। ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের প্রভাবে দেশ দুটিকে ২৪ ঘন্টায় মারা গেছে যথাক্রমণে ১৭শ এবং ২ হাজার ৬৬০ জন। এছাড়া ভারতে চলতি বছর গেলো তিন মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ ৩৯ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে।  

এদিকে অক্সফোর্ডের টিকা নিয়ে ভারত উদ্বিগ্ন নয় বলে জানিয়েছে। একইসঙ্গে সেরাম ইনস্টিটিউটে অক্সফোর্ডের তৈরি টিকা কোভিশিল্ড এরইমধ্যে ভারতসহ দক্ষিণ এশিয়ার ৩ কোটি মানুষকে দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

news24bd.tv / কামরুল