এর আগে এমন খবর কোথাও কেউ শুনেছে কিনা জানা নেই। তবে পুকুরে ইলিশ মাছ পাওয়া সত্যিই এক অবিশ্বাস্য ঘটনা। ঘটনাটির সাক্ষী ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরি ইউনিয়নের আমনপুর গ্রাম।
ওই গ্রামের ইউপি চেয়ারম্যানের একটি পুকুরে ধরা পড়েছে ৮টি ইলিশ মাছ।
আরও পড়ুন
এবার ইমরানের গানে সুযোগ পেলেন পনি চাকমা
করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
বাংলাদেশ-শ্রীলংকার মধ্যে ৬ সমঝোতা স্মারক সই
স্থানীয় পরিবার উন্নয়ন সংস্থার শাখা ব্যবস্থাপক মো. আনিচ হাওলাদার জানান, আবুল হাসেম মহাজনের একটি পুকুরে সেচের পর মাছ ধরছিল স্থানীয় জেলেরা। ওই সময় বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে ইলিশ মাছ দেখতে পান তারা। তার ধারণা, গেল বর্ষায় জোয়ারের পানির সঙ্গে ইলিশগুলো পুকুরে প্রবেশ করেছে।
বরিশাল বিভাগীয় মৎস্য অফিসের সহকারী পরিচালক এ.এফ.এম নাজমুস সালেহীন জানান, গেল বর্ষায় জোয়ারের পানি পুকুরে প্রবেশ করলে তখন নোনা পানির সঙ্গে ইলিশও প্রবেশ করতে পারে।
news24bd.tv আহমেদ