রমজানের আগেই চড়া নিত্যপণ্যের বাজার

রমজানের আগেই চড়া নিত্যপণ্যের বাজার

Other

শবে বরাত ও রমজানের আগেই চড়া নিত্যপণ্যের বাজার। যার সুবিধা নিচ্ছেন কিছু মুনাফাখোর ব্যবসায়ী। সরকারের বিপণন সংস্থা টিসিবির হিসাব বলছে, টানা এক মাস ধরে উর্ধ্বমুখী অন্তত এক ডজন জরুরী পণ্যের দাম। নিয়ন্ত্রণহীনভাবে দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা ঝুঁকছেন টিসিবির পণ্যের দিকে।

খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে মূল্য বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে দেশের বাজারে। ক্যাব বলছে, নজরদারি বাড়াতে হবে অতি মুনাফা প্রবণ ব্যবসায়ীদের ওপর।

সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসাবে গেল এক মাসে মসুর ডালের দাম বেড়েছে ৫ শতাংশ। দেশি পেঁয়াজের দাম বেড়েছে ৮.৩৩ শতাংশ।

এছাড়া ব্রয়লার ও লাল লেয়ার মুরগির দাম নিয়ন্ত্রণহীন। এছাড়াও গেল এক মাস ধরেই উর্ধ্বমুখি সয়াবিন, চিনি, আটাসহ জরুরী অনেক নিত্যপণ্যের দাম।


মহাসড়কে একটি বাস, চারটি ট্রাক ও চারটি পিক-আপে আগুন

শবে বরাতে আতশবাজি-পটকা ফাটানোর ওপর নিষেধাজ্ঞা

দুই দিন পর চট্টগ্রামের-হাটহাজারী সড়ক সচল


রমজান ঘিরে প্রয়োজনীয় পণ্য সরবরাহ বাড়লেও এখনও দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের পাইকারী বাজার খাতুনগঞ্জে বেড়েই চলছে দাম। সরবরাহ বেশি থাকলেও চাহিদা বেড়ে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে বেশি মুনাফা হাতিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। যদিও ব্যবসায়ীরা দোহাই দিচ্ছেন আন্তর্জাতিক বাজারের।

চট্টগ্রাম সমুদ্রবন্দর কর্তৃপক্ষ বলছেন, এবারে পণ্য আমদানি কয়েক বছরের রেকর্ড ছাড়িয়েছে। এজন্য রমজানে পণ্য সংকটের শঙ্কা নেই।

খুচরা বাজারে বাড়তি দামের কারণে টিসিবির পণ্যে সংগ্রহে নেমেছেন ক্রেতারা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ক্রেতাদের তেল চিনি মসূর ডাল এবং পেঁয়াজ কিনতে ক্রেতাদের এমন দীর্ঘ সারি।

news24bd.tv

টিসিবি বলছে, শিগগিরি আরো নতুন পণ্য যোগ হবে। টিসিবিতে সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৯০ টাকা লিটার। চিনি ৫০ টাকা, মসূর ডাল বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। আর পেয়াজ বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে।
news24bd.tv আয়শা