গাজীপুরের কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

Other

গাজীপুরের কাশিমপুর কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। ৩১ মার্চ বুধবার সকাল ১১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যু হয় শওকত আলীর।

মৃত শওকত আলী (৪৯) ঢাকার পল্লবী থানা এলাকার মৃত কাওসার আলীর ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেলার রীতেশ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।


মোবাইল ফোনে কথা বলার পরই স্কুলছাত্রীর গলায় ফাঁস

মোদীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তৃণমূল কংগ্রেসের


তিনি বলেন, সকালে কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন শওকত আলী। তাকে দ্রুত কারা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল ১০টার দিকে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শওকত আলীকে মৃত ঘোষণা করেন।

রীতেশ চাকমা আরও বলেন, শওকত আলীর বিরুদ্ধে ঢাকার পল্লবী থানায় হত্যা মামলা রয়েছে। ওই মামলা গ্রেপ্তার হয়ে ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন তিনি। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান রীতেশ চাকমা।

news24bd.tv তৌহিদ