হেফাজতের বিক্ষোভ, পুলিশের রাবার বুলেট-লাঠিচার্জ, আহত ১৫
গাজীপুরে জুম্মার নামাজের পর

হেফাজতের বিক্ষোভ, পুলিশের রাবার বুলেট-লাঠিচার্জ, আহত ১৫

Other

গাজীপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দুপুরে জুম্মার নামাজের পর মসজিদের হেফাজতপন্থি মুসুল্লিরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে চায়। এ সময় পুলিশ তাদের বাধাঁ দেয় বাকবিতন্ডের একপর্যায় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।  


সময়মতো করোনা টেস্টের ফলাফল না পাওয়ায় এয়ারপোর্টে ভোগান্তি

পশু কোরবানির ৫৯০ ছুরি দুই মাদ্রাসা থেকে জব্দ

মিরপুর চিড়িয়াখানাও বন্ধ ঘোষণা

রংপুরে সব ধরনের মেলা ও সিনেমা হল বন্ধ


পুলিশ ছত্রভঙ্গ করে দিতে লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে মুসুল্লিরাও পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছুড়ে।

পরে পুলিশ ও মুসুল্লিদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৫ জন মুসুল্লি আহত হয়েছেন।

মুসুল্লিদের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের দিকে পুলিশ গুলি ছুড়লে উভয়পক্ষে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

news24bd.tv / কামরুল