ঘরের মাঠে লিভারপুলকে উড়িয়ে সেমিতে রিয়ালের এক পা

ঘরের মাঠে লিভারপুলকে উড়িয়ে সেমিতে রিয়ালের এক পা

অনলাইন ডেস্ক

চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ আলফ্রেড ডি স্টেফানোতে লিভারপুলকে এদিন পাত্তাই দেয়নি রিয়াল মাদ্রিদ।

জোড়া গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের ২৭ মিনিটে টনি ক্রুসের পাস থেকে বল জালে জড়িয়ে গ্যালাক্টিকোদের ১-০ ব্যবধানে এগিয়ে নেন ভিনিসিয়াস।

এরপর মার্কো অ্যাসেন্সিওর সহজ গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ হয় প্রথমার্ধ।

৫৫ মিনিটে মো সালাহ লিভারপুলকে গোল এনে দিলে ২-১ ব্যবধানে ম্যাচ জমিয়ে তোলার বার্তা দেয় লিভারপুল কিন্তু, সেটি ধরে রাখতে পারেনি বেশীক্ষণ। ম্যাচের ৬৫ মিনিটের ভিনিসিয়াসের পা থেকে আবারও গ্যালাক্টিকোরা পেয়ে যায় গোল।

রিয়ালকে সামনে থেকে নেতৃত্ব দেন ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস জুনিয়র আর লুকা মদ্রিচ এবং টনি ক্রুস দাপিয়ে বেড়িয়েছেন মধ্যমাঠ।

আর ডিফেন্সিভ মিডফিল্ড থেকে তাদের বলের রসদ জুগিয়েছেন কাসেমিরো। পুরো ম্যাচেই মাঝমাঠ ছিলো এই গ্যালাক্টিকো ত্রয়ীর দখলে।

ইঞ্জুরিতে দলের প্রধান দুই ডিফেন্ডার রামোস ও ভারানে না থাকলেও তাদের অভাব বুঝতেই দেননি মিলিতাও ও নাচো ফারনান্দেস।

তবে প্রেস কনফারেন্সে জিনেদিন জিদান বলেন, "আমরা এখনো কিছুই জিতি নি। আমরা আজকের পারফর্মেন্সে খুশি। ম্যাচ পূর্ববর্তী অসুবিধা থাকা সত্ত্বেও প্লেয়াররা ‌অসাধারণ খেলেছে। "


আরও পড়ুনঃ


তিন পুরুষাঙ্গ নিয়ে শিশুর জন্ম!

টাকা আছে বলেই সব কিনে ফেলতে হবে!

গৃহবন্দি থাকার দুইদিনের মাথায় আনুগত্য প্রকাশ

একমত হইনি বলে দালাল হিসেবে সমালোচিত হয়েছি


ভিনিসিয়াস জুনিয়র সম্পর্কে জিদান বলেন, "আমি জানি না আজকের ম্যাচটি ভিনির সেরা ম্যাচ কিনা। কিন্তু এমন স্টেজে জোড়া গোল অনেক গুরুত্বপূর্ণ। সে এটি ডিজার্ভ করে। আমি আশা করবো আজকের ম্যাচটি তার আত্মবিশ্বাস বুস্ট করবে। "

কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে দুই দল আবারও মুখোমুখি হবে আগামী ১৫ এপ্রিল।

news24bd.tv / নকিব