নায়ক ফারুকের রক্তে সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে গেছে, জানালেন ছেলে

আকবর হোসেন পাঠান ফারুক

নায়ক ফারুকের রক্তে সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে গেছে, জানালেন ছেলে

অনলাইন ডেস্ক

বরেণ্য অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২১ মার্চ থেকে হাসপাতালটির আইসিইউতে অজ্ঞান অবস্থায় রয়েছেন তিনি।  

এরই মধ্যে এলো আরো খারাপ খবর।   চলচ্চিত্রের নন্দিত এই অভিনেতার রক্তে ব্যাক্টেরিয়াজনিত সংক্রমণ ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে।


ভাসানটেকে উদ্ধার লাশ নারী যৌনকর্মীর

ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের পুঁজিবাজার

করোনায় মারা গেলেন একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ইন্দ্রমোহন রাজবংশী

সাধারণ রোগীদের জায়গা নেই সরকারি হাসপাতালে


গণমাধ্যমকে নায়ক ফারুকের ছেলে রোশন হোসেন পাঠান শরৎ বলেন, “বাবার রক্তে সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে গেছে। পাকস্থলীতে ইন্টারনাল রক্তক্ষরণ হয়েছে। কিছুদিন আগে বাবার মস্তিষ্কে একটি সিজার করা হয়। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।

৭০-এর দশকে জলছবি সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় নাম লেখান নায়ক ফারুক। তারপর থেকে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। লাঠিয়াল, মিয়া ভাই, নয়ন মনি, গোলাপি এখন ট্রেনেসহ বহু আলোচিত সিনেমার নায়ক তিনি।

news24bd.tv নাজিম