সাময়িক বন্ধ ছিলো ফেসবুক-মেসেঞ্জার

সাময়িক বন্ধ ছিলো ফেসবুক-মেসেঞ্জার

অনলাইন ডেস্ক

সার্ভার ডাউন হয়ে পড়ায় কিছুক্ষণের জন্য বিকল হয়ে পড়েছিল হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও ফেসবুক। শুক্রবার (৯ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে তিনটার দিকে এ সমস্যা দেখা দেয়।

ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এ তথ্য জানায়। সার্ভার ডাউন থাকাকালে ব্যবহারকারীরা এসব ওয়েবসাইট ব্যবহার করতে পারে নি।

সার্ভার বিকল হয়ে পড়লে ব্যবহারকারীরা ‘স্যরি, সামথিং ওয়েন্ট রং’ লেখা একটি এরর মেসেজ দেখতে পান। কিছুক্ষণ এরর মেসেজ দেখানোর পর পূর্বের অবস্থায় ফিরে আসে ফেসবুক।


আরও পড়ুনঃ


তাইওয়ানের ওপর হামলা চালাতে পারে চীন; সতর্কবার্তা

নিউইয়র্ককে টপকে এখন বিলিয়নিয়ারদের শহর বেইজিং

তারপরও জীবনের উপর দিয়ে মানুষ হেঁটে যাক অপূর্ণতার গন্তব্যে

বড়দের দায়িত্বহীনতার জন্য সন্তানদের মূল্য দিতে হয়


তবে সার্ভার ডাউনের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক।

এর আগে গত মার্চের ১৯ তারিখ ফেসবুক সার্ভারে সমস্যা দেখা দেয়।

সেই ঘটনার মাস না পেরুতেই আবারও ত্রুটি দেখা দিল ফেসবুকে।

news24bd.tv / নকিব