দূরপাল্লার বাস বন্ধ কোন যুক্তিতে?

দূরপাল্লার বাস বন্ধ কোন যুক্তিতে?

Other

একাত্তর টিভির খবরে দেখলাম, মানুষ ঢাকা ছাড়ছে। খাঁচায় ভরা মুরগীর মতো গাঁদাগাদি অবস্থায়, চড়া খরচে প্রাইভেট কার, ভাড়ার মাক্রোবাস, পিকআপ, সিএনজি, ট্রাকে করে। পাটুরিয়া ফেরিঘাটসহ বিভিন্ন সড়কে যানবাহনের দীর্ঘ সারি, যানজট।


করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার লকডাউনের নামে চালাচ্ছে শাটডাউন: ফখরুল

আব্দুল মতিন খসরু লাইফ সাপোর্টে

ওবায়দুল কাদের কিংবা জাহিদ মালেক যদি এই ডিগ্রিটা পেতেন, তখন কী করতাম: সুমন্ত আসলাম

১৩ সালের মামলায় এখন গ্রেপ্তার, ‌‘হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত’: বাবুনগরী


এসবে চড়ে যদি ঢাকা ছেড়ে যাবার সুযোগ থাকেই তাহলে দূরপাল্লার বাসগুলো বন্ধ রাখা কোন যুক্তিতে!

দূরপাল্লার বাস খুলে দিলে এই মানুষেরা অন্তত অর্ধেক যাত্রি নিয়ে চলতে পারতো।

মানুষের পয়সা বাঁচতো, আরামে যেতে পারতো সবচেয়ে বড় কথা করোনা ঝুঁকিটা এই ঢাকা ছাড়া মানুষদের কমতো।

news24bd.tv তৌহিদ