‘টেস্টের বিশ্বকাপ’ ফাইনালের দল ঘোষণা ভারতের

‘টেস্টের বিশ্বকাপ’ ফাইনালের দল ঘোষণা ভারতের

অনলাইন ডেস্ক

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে ‘টেস্টের বিশ্বকাপ’ খ্যাত এই টুর্নামেন্টের ফাইনালে মাঠে নামবেন বিরাট কোহলিরা।  

আগামী ১৮ থেকে ২২ জুন ইংল্যান্ডের সাউদাম্পটনে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে লড়বে ভারত ও নিউজিল্যান্ড।

এরপর আগস্টের ৪ থেকে সেপ্টেম্বরের ১৪ তারিখ পর্যন্ত রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।

এ লম্বা সফরের জন্যই ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। পাশাপাশি স্ট্যান্ডবাই হিসেবে আরও ৪ খেলোয়াড়কে নিয়ে ইংল্যান্ড যাবে ভারতীয় বহর। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য আগামী ২ জুন ভারত ছাড়বেন কোহলিরা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারতীয় দল :
রোহিত শর্মা, শুভমন গিল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), হনুমা বিহারি, ঋষভ পান্ত (উইকেট রক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লোকেশ রাহুল (ফিটনেস ছাড়পত্র সাপেক্ষে), ঋদ্ধিমন সাহা (উইকেট-কিপার; ফিটনেস ছাড়পত্র সাপেক্ষে)

স্ট্যান্ডবাই: অভিমান্যু ঈশ্বর, প্রাসিদ কৃষ্ণা, আভেশ খান এবং আরজান নাগাশ্বলা।

news24bd.tv/আলী