গ্রানাদাকে উড়িয়ে দিয়ে শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখলো রিয়াল

গ্রানাদাকে উড়িয়ে দিয়ে শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখলো রিয়াল

অনলাইন ডেস্ক

লা লিগায় বাকি আর দুই ম্যাচ। জমে উঠেছে শিরোপার লড়াই। এই মুহূর্তে প্রথম চার দলের জন্য প্রতিটি ম্যাচই ফাইনাল। আর এরকম গুরুত্বপূর্ণ এক ম্যাচে গ্রানাদার সাথে ৪-১ গোলের বড় জয় তুলে নিয়ে শিরোপার স্বপ্নকে বাঁচিয়ে রাখলো রিয়াল মাদ্রিদ।

গ্রানাদার মাঠে দুই অর্ধে দুই গোল করে পেয়েছে জিদানের শিষ্যরা। প্রথমে ১৭ মিনিটের সময় দলকে এগিয়ে দেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ। পরে প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ে ব্যবধান বাড়ান তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো।

দ্বিতীয়ার্ধে ফিরে ৭১ মিনিটের মাথায় গ্রানাদার পক্ষে এক গোল শোধ করেন জর্জে মলিনা।

তবে মিনিট পাঁচেক পরই দুই মিনিটে দুই গোলের মাধ্যমে হালিপূরণ করে রিয়াল।


আরও পড়ুনঃ


গ্রহাণু ঠেকাতে অন্তত পাঁচ বছর সময় লাগবে: নাসা

তাহসান-মিথিলার ‘সারপ্রাইজ’-এর রহস্য উন্মোচন, আড়ালে অন্য কেউ

ধর্ম পরিচয় জানতে চাওয়ার মধ্যে কোন বাহাদুরী বা পৌরুষত্ব নেই

ইসরায়েলের হামলা মানবতাবিরোধী অপরাধ: মিয়া খলিফা


এ জয়ের মাধ্যমে টেবিল টপার অ্যাটলেটিকো মাদ্রিদের ওপর চাপ বজায় রাখল রিয়াল। লিগের ৩৬ রাউন্ড শেষে ৭৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে রিয়াল। সমান ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে সবার ওপরে অ্যাটলেটিকো।

এখন বাকি থাকা দুই ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতলেই হবে না, অপেক্ষা করতে হবে অ্যাটলেটিকো মাদ্রিদের অন্তত একটি ম্যাচ ড্রয়ের জন্য।

news24bd.tv / নকিব