ফিলিস্তিনিদের সংগ্রামের অংশ হওয়ার তাগিদ রুমিন ফরাহানার

ফিলিস্তিনিদের সংগ্রামের অংশ হওয়ার তাগিদ রুমিন ফরাহানার

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় অষ্টম দিনের মতো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। অন্যদিকে এই বর্বরতার পাল্টা জবাব দিচ্ছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিশ্বের বিভিন্ন দেশ যার যার পররাষ্ট্র ও কূটনৈতিক নীতি মেনে পাশে দাড়াচ্ছে এই দুই দেশের।

থেমে নেই সামাজিক গণমাধ্যম থেকে শুরু করে যোগাযোগ মাধ্যমও। তবে রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের সাথে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ।

ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের এই সংগ্রামের অংশ হওয়ার জন্য মানুষ ও মুসলিম হিসেবে ফিলিস্তিনিদের পাশে দাড়ানোর আহ্বান জানিয়েছেন রাজনীতিবিদ, আইনজীবী ও নারী আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংবিধানের অনুচ্ছেদ উল্লেখ করে একটি পোস্ট দিয়ে সবাইকে এই আহ্বান জানান।

নিউজ ২৪-এর পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হল-

“আসুন বর্ণবাদ, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের নিরন্তর সংগ্রামের অংশ হই মানুষ হিসাবে, মুসলিম হিসাবে আর নিপীড়িতের পাশে থাকার সাংবিধানিক শপথের অংশ হিসাবে (অনুচ্ছেদ ২৫.গ)”

news24bd.tv / নকিব