কোনভাবেই থামানো যাচ্ছেনা ঝুঁকিতে বসবাস

চট্টগ্রামে পাহাড়খেকোদের কারণেই ধস আর মৃত্যুর মিছিল

Other

চট্টগ্রামে প্রভাব যার পাহাড় তার। পাহাড়খেকোদের কারণেই ধস আর মৃত্যুর মিছিল। কোনভাবেই থামানো যাচ্ছেনা পাহাড়ে ঝুঁকিতে বসবাস। পাহাড়ধসের প্রাণহানির ঘটনা এড়াতে শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটির  সুপারিশ এখনও কাগজে কলমে।

জেলা প্রশাসক বলছে ,সরকারের চেয়ে ক্ষমতাধর পাহাড়খেকোরা। আইনী জটিলতার কারণেই উচ্ছেদেও মিলছেনা সুফল।  

চট্টগ্রাম, পাহাড় নদী সমুদ্রের সৌন্দর্যের শহর হলেও নগরায়নের চাপ ও মানুষের লোভের বলি হয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে অনেক পাহাড়। অবশিষ্ট যা আছে এরমধ্যে ১৭ টিতে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে হাজােরো বাড়িঘর।

ভাড়া কম তাই জীবনের ঝুঁকি থাকলেও এখানে বাস করেন নিম্ন আয়ের এই মানুষগুলো।

পাহাড় ধ্বংস করে চিন্হিত প্রভাবশালীরা কোটি টাকার বাণিজ্য করেও থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। বছরের অন্যসময় তদারকি না থাকলেও বর্ষায় পাহাড় ধসের শঙ্কায় মাইক হাতে ছুটোছুটি শুরু হয় প্রশাসনের।

নগর বিশ্লেষকরা বলছেন,পাহাড় ব্যবস্থাপনা কমিটির সুপারিশ এখনও বাস্তবায়ন না হওয়ায় ঠেকানো যাচ্ছেনা পাহাড়ে বসবাস।

চট্টগ্রাম সিটি করপোরেশন পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে বসবাসকারীদের জন্য পুনর্বাসন প্রকল্প হাতে নিচ্ছে বলে জানালেন মেয়র ।

গত কয়েকবছরে চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলায় পাহাড় ধ্বসে প্রাণ গেছে ৪শ জনের বেশি মানুষের । পাহাড় রক্ষায় এখনি উদ্যোগ না নিলে দীর্ঘ হতে পারে মৃতূর এই মিছিল বলছেন বিশ্লেষকরা।  

আরও পড়ুন


ইসরাইলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ

হেফাজতের ৩৩ সদস্যের কমিটি ঘোষণা, যারা আছেন কমিটিতে

ইসরাইলি বন্দীদের অডিও ও ফুটেজ প্রচার করলো হামাস

কোন খবরকে ঘিরে আমরা যে মতামত দিই তা কি সাংবাদিকতা নয়?


news24bd.tv / কামরুল