ফ্রান্সে সাইবার বুলিং এ  ১১ জনকে দোষী সাব্যস্ত করে জরিমানা

ফ্রান্সে সাইবার বুলিং এ ১১ জনকে দোষী সাব্যস্ত করে জরিমানা

অনলাইন ডেস্ক

এক কিশোরীর ইসলাম বিরোধী অনলাইন ভিডিওর জন্য তাকে হয়রানি ও হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত করে একটি ফরাসী আদালত ১৩ জন অভিযুক্তের মধ্যে ১১ জনকে দোষী সাব্যস্ত করেছে।

আজ বুধবার আদালত আসামিপক্ষকে চার থেকে ছয় মাসের কারাদন্ডের জেল স্থগিত করেছে অর্থাৎ তারা অন্য অপরাধের জন্য দোষী না হওয়া পর্যন্ত জেলে থাকবে না এবং প্রত্যেককে প্রায় ১৭৭০ ডলার জরিমানা করেছে।

২০২০ সালে ১৮ বছর বয়সী মিলা নামে পরিচিত মেয়েটির দেওয়া প্রথম ভিডিও অনলাইনে প্রকাশের পরে জীবন হুমকির মুখে পড়ায় তাকে স্কুল পরিবর্তন করতে হয়েছিলো এবং সে পুলিশ সুরক্ষা গ্রহণ করতে বাধ্য হয়। পরে এই মামলাগুলি দায়ের করা হয়।

সূত্র: আলজাজিরা

আরও পড়ুন

জুলাই মাসে করোনা সংক্রমণ ভয়াবহ হতে পারে

আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে যে সময়

দলকে ফাইনালে তোলার নায়ক মার্তিনেজে মুগ্ধ মেসি

কাউকে সাহায্য করার চেয়ে তাকে সহযোগিতা করায় অধিক মহত্ব

news24bd.tv/এমিজান্নাত