গ্ল্যামারহীন-গ্ল্যামারাস: কেন এই দুই রুপ

গ্ল্যামারহীন-গ্ল্যামারাস: কেন এই দুই রুপ

অনলাইন ডেস্ক

গ্ল্যামারহীন স্নিগ্ধ এক আভায় ছড়িয়ে আছে পুরো সিনেমায়। সাদাসিধে একজন অধ্যাপকের ভূমিকায় আজমেরী হক বাঁধন বাঁধন। কিন্তু ভেতরে? সেখানে যেন জটিলতার অন্ত নেই। একটি ঘটনাকে ঘিরে তিনি হয়ে ওঠেন প্রতিবাদী।

তারপর দেখা দেন ভিন্ন রূপে।

চরিত্রের প্রয়োজনে গ্ল্যামারহীনভাবে ‘রেহানা মরিয়ম নূর’-এ অভিনয় করেছেন বাঁধন। আর এতে কান ফেস্টিভ্যালের মতো মর্যাদাপূর্ণ আয়োজনে ভূয়সী প্রশংসা পাচ্ছেন তিনি। উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে প্রথম প্রদর্শনীর পর স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে সিনেমাটি।

সিনেমার পর্দায় বাঁধনকে নিরস রূপে দেখা গেলেও কানের লাল গালিচায় তিনি আকর্ষণীয় রুপে সামনে এসেছেন। একবার ঢাকাই জামদানি শাড়ি, আবার মেরুন রঙের গাউন, আবার ছাই রঙা গাউনে মোহনীয় হয়ে আবেদন ছড়িয়েছেন বাঙালি নারী আজমেরী হক বাঁধন।

আরও পড়ুনঃ

শনাক্ত কমে বাড়লো মৃত্যু

অপহরণের সাজানো নাটক: অবশেষে গ্রেফতার

কানাডায় করোনার গতি কমায় ভ্রমণে বিধিতে পরিবর্তন

তালেবানের হুমকির জবাব দিলো আফগান সরকার

news24bd.tv/এমিজান্নাত