মসিকের বর্জ্য ২৪ ঘন্টার মধ্যেই অপসারণ সম্ভব হবে: মেয়র টিটু

মসিকের বর্জ্য ২৪ ঘন্টার মধ্যেই অপসারণ সম্ভব হবে: মেয়র টিটু

Other

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) আওতাভুক্ত ৩৩টি ওয়ার্ডের কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘন্টার মধ্যেই অপসারণ করা সম্ভব হবে বলে প্রত্যাশা করছেন মেয়র ইকরামুল হক টিটু।  

আজ বুধবার ঈদ জামাত শেষে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

মেয়র ইকরামুল হক টিটু জানান, নগরবাসী ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ও স্বাস্থ্যবিধি মেনে পশু কোরবানি দিবেন বলে আশা করছি। পশু কোরবানির জন্য সিটি করপোরেশন ৪০১টি পয়েন্ট নির্ধারণ করে দিয়েছে।

কোরবানি শেষে বর্জ্য অপসারণের জন্য ৬’শ পরিচ্ছন্ন কর্মী নিয়োজিত রাখা হয়েছে।  

৫০টি ট্রাক ও তিনটি এস্কিভেটর দিয়ে খুব দ্রুতই বর্জ্য নির্দিষ্ট স্থানে নিয়ে ফেলা হবে।  

মসিক মেয়র আরও জানান, বর্জ্য অপসারনের পর ছয়টি জীবাণুনাশক গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও ২০টন বিøচিং পাউডার ছিটানো হবে গোটা নগরীতে।

 

মেয়র বলেন, ঈদুল আজহায় স্থানীয় কাউন্সিলরসহ সকলের আন্তরিক সহযোগিতায় ২৪ ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।  

আরও পড়ুন


দুটি গরু ও ৬ টি ছাগল কোরবানি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

একটি গরু ও একটি ছাগল কোরবানি দিলেন খালেদা জিয়া

ঈদের নামাজ পড়ে ৪৮ বাংলাদেশি আটক

ভারতে অ্যান্টিবডি বাড়ছে

ঝামেলা এড়াতে বাসার পাশেই কোরবানি


news24bd.tv / কামরুল